শেরপুরে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার বিকালে বাসস্ট্যান্ড পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান পালন করা হয়।
উক্ত দোয়া ও মাহফিল অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা শাহ আলম পান্না, বিএনপি নেতা আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এ্যাড: আমিনুল ইসলাম শাহিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মন্ডল, সোহানুর রহমান লাবলু, শাহ আরিফ, মির্জা নজরুল ইসলাম, সাফিউল আলম সবুজ, সামিউল আলম তুষার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আইয়ুব আলীম মন্ডল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, যুবনেতা আরিফুল ইসলাম, শ্রমিক নেতা শওকত খন্দকার, মোখলেছার রহমান, সেলিম, এনার্জি হোসাইন, আরমান, এনামুল হক লায়ন, সজিব, শিবলী নোমান, রাফি আল আমিন, যাকারিয়া জীবন, দুর্জয়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলান শামছুল হক।