বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৫ টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের পেঁচুল যুব সমাজের আয়োজনে পেঁচুল মাঠে ফাইনাল খেলায় শেরপুর থানা একাদশকে ৪-১ গোলে হারিয়ে নিউবন্ড ফুটবল ক্লাব মির্জাপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সন্ধ্যা ৭ টায় খেলা শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্জ্ব আলী আহম্মেদের সভাপতিত্ত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিএনপি নেতা আব্দুল মোমিন, শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল, এ্যাড. আমিনুল ইসলাম শাহিন, আব্দুল মজিদ প্রমূখ। খেলায় বিজয়ী নিউবন্ড ফুটবল একাডেমী মির্জাপুর দলকে পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল প্রদান করা হয়।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত..



mobin hasan
7 days ago
nice
1
0
Reply
Show more