close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শেরপুরে আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Md Mamunur Rashid avatar   
Md Mamunur Rashid
****

বগুড়ার শেরপুরে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার কুসুম্বি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মসলেম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউপি সদস্য মুখলেস আকন্দ, মহিলা ইউপি সদস্যা সুশীলা,  ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মোকলেসার রহমান, সাইদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনসহ গ্রাম পর্যায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

No comments found