close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শেখ হোসেন মোহাম্মদ শাহজাহান

Nazim Uddin Firdos avatar   
Nazim Uddin Firdos
চট্টগ্রামের ফটিকছড়িতে এক মানবিক ব্যক্তির নাম মাওলানা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ফটিকছড়িতে তার অবদান..

চট্টগ্রামের ফটিকছড়িতে এক মানবিক ব্যক্তির নাম মাওলানা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ফটিকছড়িতে তার অবদান 

ফটিকছড়িতে উত্তর থেকে দক্ষিনে এবং চট্টগ্রামের বাহিরে ও হাজার হাজার মসজিদ-মাদরাসা, নলকূপ, এতিমখানা ও সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান। দানশীলতা ও মানবসেবায় তার অবদান ইতোমধ্যে দেশ-বিদেশে সুনামের সাথে অনেক প্রশংসিত হয়েছেন।

বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকার ও প্রশ্নের জবাবে তিনি বলেন।

আমি ১৯৭৯ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভূজপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। প্রাথমিক শিক্ষা মক্তবে, এরপর বড়বিল ইসলামিয়া মাদরাসা, কাজিরহাট এমদাদুল ইসলাম মাদরাসা ও নানুপুর ওবায়দিয়া মাদরাসায় পড়াশোনা করি। পরবর্তীতে হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করি।

ছোটবেলা থেকেই অসহায় মানুষদের সাহায্য করার আগ্রহ ছিল। কারও বিপদের খবর পেলে ছুটে যেতাম। সেই অভ্যাসই আজও রয়ে গেছে।

উনার প্রথম কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে শিক্ষকতা দিয়ে পরে কুয়েতে গিয়ে “হেদায়া ইসলাম প্রেজেন্টেশন সেন্টার”-এ দাঈ ও অনুবাদক হিসেবে কাজ শুরু করেন অসংখ্য মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে।

 এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ২০০৬ সালে মানবতার কল্যাণে কাজ করার জন্য। মসজিদ, মাদরাসা, নলকূপ, এতিমখানা, হতদরিদ্র বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরণ থেকে সব ক্ষেত্রেই সহায়তা দিয়ে থাকেন এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য এটাই অসহায় মানুষদের সহযোগিতা করা। 

২০০৬ সালে প্রতিষ্ঠা করেন জামিয়া আবু বকর সিদ্দীক মাদ্রাসা সেখানে কওমি ও সরকারি সিলেবাসের সমন্বয়ে শিক্ষা দেওয়া হয়।

চট্টগ্রামসহ সারা দেশের প্রায় সব জেলা এবং বিদেশেও কার্যক্রম চলমান রয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার কাজ করেন মানবতার কোনো ধর্ম নেই এটাই আমার বিশ্বাস।

উনার ব্যক্তিগত জীবনে উনি বিবাহিত, ওনার রয়েছে দুই ছেলে সন্তান ও চার কন্যার জনক।

ওনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা।

 তাই তিনি সবার উদ্দেশ্যে বলেন দানশীল হোন, মানবতার সেবায় এগিয়ে আসুন।

ফটিকছড়ি এলাকার অনেকেই মনে করেন, মাওলানা শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান শুধু একজন ধর্মীয় নেতা তা আসলে ঠিক নয় তিনি একজন নিবেদিতপ্রাণ মানবসেবক। তার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, দানশীলতা ও শিক্ষা বিস্তারের অবদান স্থানীয়দের মধ্যে গভীর ভাবে উদ্বেগ ও আস্থা তৈরি হয়েছে। 

এলাকাবাসীর মতামতের ভিত্তিতে তিনি আগামীতে নেজামে ইসলাম পাটি থেকে চট্টগ্রামের ২ ফটিকছড়ি আসনে জাতীয় সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তিনি মাঠের ময়দানে মানুষের সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সম্পৃক্ত আছেন এবং আগে থেকেও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং স্থানীয় সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। 

তাদের মতে, দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ড তাকে রাজনীতিতেও শক্ত অবস্থা নেমে দিতে পারে বলে মন্তব্য করেছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত সময়ই বলে দেবে তিনি রাজনীতিতে আসবেন কি না এবং আসলেও কতটা প্রভাব রাখতে পারবেন এলাকাবাসী আশাবাদী।

No comments found