close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের হেল্থ ক্লাবের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন..

Md Kazi Ahsanul Haque Jihad avatar   
Md Kazi Ahsanul Haque Jihad
গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মহোদয় ও হেল্থ ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।..

 

শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের হেল্থ ক্লাবের উদ্যোগে ৫ আগষ্ট ২০২৪ সালে গণঅভূথ্যানে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের এই শহিদদের আত্মত্যাগ স্মরণ করে ক্লাবের সদস্যরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।

গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মহোদয় ও হেল্থ ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন, "জুলাই শহিদদের আত্মবলিদান আমাদের দেশের গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের ত্যাগ থেকে আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা নিতে হবে।"

হেল্থ ক্লাবের সদস্যরা শহিদদের স্মরণে একটি আলোচনাসভার আয়োজন করেন, যেখানে তাঁদের জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্লাবের সভাপতি বলেন, "আমরা হেল্থ ক্লাবের পক্ষ থেকে কেবল স্বাস্থ্য সচেতনতাই নয়, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করতে বদ্ধপরিকর। এই শ্রদ্ধা জ্ঞাপন তারই একটি অংশ।"

অনুষ্ঠানের শেষে শহিদদের স্মরণে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হেল্থ ক্লাবের এই চিন্তাধারাকে  কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই সাধুবাদ জানিয়েছেন।

No comments found