দীর্ঘ প্রতীক্ষার পর গত বৃহস্পতিবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাংস্কৃতিক ক্লাব। শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনন বিকাশের লক্ষ্যে গঠিত এই ক্লাবটির আত্মপ্রকাশ অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বাদরুন নাহার, যিনি তার বক্তব্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন এবং ক্লাবের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন অ্যালোমনি অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন, যার সক্রিয় সহযোগিতা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে ক্লাবের মডারেটর, উপদেষ্টা এবং সদস্যরা তাদের বক্তব্যে ক্লাবের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন। এরপর ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কাগজ ও গঠনতন্ত্রে অধ্যক্ষ বাদরুন নাহার এবং অ্যালোমনি অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন স্বাক্ষর করে কমিটির অনুমোদন দেন। কমিটির সকল সদস্যকে আইডি কার্ড পরিয়ে এবং মিষ্টিমুখ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, প্রতিষ্ঠাকালীন কমিটি হওয়ায় এটি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। কলেজ প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে, সাংস্কৃতিক ক্লাব গঠনের আগ্রহ প্রকাশ করা শিক্ষার্থীদের মধ্য থেকেই এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এক বছর দায়িত্ব পালন করবে এবং এই সময়ের মধ্যে তারা ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের উপযোগী কাঠামো তৈরি করবে, যাতে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠিত হতে পারে।
আনুষ্ঠানিক সভা শেষে কমিটির সদস্যরা ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করেন, যা আগামীতে বাস্তবায়িত হবে। নতুন এই যাত্রায় সকলের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছে ক্লাব কর্তৃপক্ষ।