যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ৫৬ জন কলেজ শিক্ষার্থী ও ৩ জন মাদ্রাসার শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনার পাশাপাশি জন্ম–মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে শার্শা উপজেলার প্রথম স্থান অধিকার করায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদেরও ফুল এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।
উপজেলা প্রশাসন এ সংবর্ধনার মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের উদ্দীপনা বৃদ্ধি এবং স্থানীয় সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিয়েছে।



















