আফরান নিশোর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সিনেমা হল না থাকায় অস্থায়ী হল স্থাপন করে ভক্তরা দেখেছেন তার ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’। এবার কোরবানি ঈদে নিশোর ছবি মুক্তি না পেলেও অস্থায়ী হল ঠিকই থাকছে। সেখানে দেখানো হবে শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। এই খবরটি নিশ্চিত করেছেন আয়োজকদের অন্যতম একজন হাদী চকদার।
তিনি বলেন, ‘‘শাকিব ভক্তদের অনুরোধে এবার অস্থায়ী সিনেমা হলে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনী করব। শুনেছি 'তান্ডবে' আফরান নিশো ভাইয়ের ক্যামিও থাকবে।’’
‘তাণ্ডব’ নিয়ে আশাবাদী হাদী চকদার বলেন, ‘এবার ঈদে দশ দিন ছুটি। আশা করি এই সময়টায় ভালো সাড়া পাবো। তাছাড়া শাকিব খানের ভক্ত তো দেশজুড়ে। এতদিন যারা হল না থাকায় ঈদে তার ছবি থেকে বঞ্চিত ছিলেন এবার তারা সুযোগটি কাজে লাগাবেন।’
ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের ২য় তলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে ‘তাণ্ডব’। ঈদের দিন (৭ জুন) বিকেল চারটা থেকে শুরু হবে 'তান্ডব' প্রদর্শনী। প্রতিদিন চারটি করে শো চালানো হবে। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে মাত্র ১০০ টাকা বলে জানান হাদী চকদার। তিনি ছাড়াও আয়োজকদের তালিকায় আরো রয়েছেন- হিমন তালুকদার, রিপন মিয়া, তন্ময় চকদার, উত্তম কুমার, সুজন, শিপন মিয়া, সম্পদ, উজ্জল সরকার, ইসরাফিল।
‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। শোনা যাচ্ছে, এবার শাকিব খানের 'তান্ডব' এ ৪৫ সেকেন্ডের ১টি ক্যামিওতে দেখা যাবে অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে।
ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত মাল্টিমিডিয়া।