বগুড়ার শাজাহানপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আবু তালেব(৪৫) কে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। সোমবার ২৫শে আগস্ট রাত আনুমানিক ২: ৩০ দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন গয়নাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবু তালেব উপজেলার গয়নাকুড়ি গ্রামের ইউনুস আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানায় দায়েরকৃত মামলা -১৯/০৫/২০২৫ইং খ্রিঃ জিআর নং-২০৭, ধারা ৯(৩) /১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবু তালেব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিক তাকে গ্রেফতার করে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এর নিকট বিষয় জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামি আবু তালেব সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি। সোমবার দুপুরে তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।