close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সেতাবগঞ্জে ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন, ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেতাবগঞ্জ বড় মাঠে ‘সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২ আগস্ট শনিবার বিকালে এ একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার।

 

একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য ইউএনও মোঃ মারুফ হাসানকে সম্মাননা স্মারক প্রদান করেন ইলেভেন স্টার ক্রিকেট সংঘ, স্কুল রোড সেতাবগঞ্জ এর পক্ষে থেকে সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ সায়েম আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সুমন চৌধুরী।

 

এ সময় ইলেভেন স্টার ক্রিকেট যুব সংঘ ক্লাবের সদস্য মোঃ রেজওয়ান, লিটন চন্দ্র দাস ও টুকু উপস্থিত ছিলেন।

 

সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমি ভবিষ্যতে এলাকার তরুণদের জন্য একটি অনুপ্রেরণামূলক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন অতথিবৃন্দ।

 

No se encontraron comentarios