মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে সেনাবাহিনীর বিশেষ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।"
বুধবার (২০ আগস্ট ২০২৫) সকালে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় ৫৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়৷"
আটককৃত ব্যক্তিরা হলো, মৌলভীবাজার কুলাউড়া জালালাবাদ গ্রামের সুনীল চন্দ্র দেবের ছেলে সুসেন দেব (৩৬), সুনামগঞ্জ জগন্নাথপুর পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত হাজী খলিলউল্লাহ আবু বক্কর (৩৫)৷
সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত ৫৬ কেজি গাঁজাসহ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।"