পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সদরঘাটে। এ ভিড়ের মধ্যে আজ দুপুর সাড়ে বারোটায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ‘ফারহান-৩’ লঞ্চে উঠতে গিয়ে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন যাত্রী বুড়িগঙ্গা নদীতে পড়ে যান।
জানা গেছে, ভোলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিলেন ওই যাত্রীরা। লঞ্চে উঠতে গিয়েই হঠাৎ পেছন থেকে আরেকটি লঞ্চ ধাক্কা দিলে ‘ফারহান-৩’ কিছুটা পেছনে সরে যায়। এতে ঘাট ও লঞ্চের মাঝের ফাঁক দিয়ে তিনজন যাত্রী পানিতে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে লঞ্চের লস্কর এবং এক স্থানীয় ব্যক্তি পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করেন। একপর্যায়ে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ির সাহায্যে তিনজনকেই নিরাপদে উঠিয়ে আনা হয়। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি, সবাই সুস্থ রয়েছেন।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা জানান, অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকৃত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়নি এবং তারা নিরাপদেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদযাত্রার অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।