স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কামাল, সাধারণ সম্পাদক মাইনুল..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
দীর্ঘ ৩৬ বছর পর পিরোজপুরের স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।..

বুধবার (১৩ আগস্ট) দুপুরে স্বরূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।

নির্বাচনে সভাপতি পদে কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর রহমান নির্বাচিত হন।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক (বন ও পরিবেশ) কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সিনিয়র সদস্য মো. সাইদুল ইসলাম কিসমত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল।

প্রথম অধিবেশন শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শুরু হয়। তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৫ জন প্রার্থী। ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার ভোট দেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে স্বরূপকাঠি পৌর বিএনপি গঠনের পর এবারই প্রথম এমন উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হলো। ২০২৩ সালের ২৪ জানুয়ারি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যেখানে আহ্বায়ক ছিলেন সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ এবং সদস্য সচিব ছিলেন কাজী কামাল হোসেন।

Aucun commentaire trouvé