স্বৈরচারের পতন ও ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী ও সমাবেশ ..

abul hasan avatar   
abul hasan
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালী করে বিএনপি। বুধবার জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়..

 




বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা শাখার আয়োজনে বিজয় র‌্যালীতে অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মী সমর্থকগণ আসা শুরু করেন। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিজয় র‌্যালী উপলক্ষে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, মো: আল মামুন আলম, মো: মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মো: মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, এস,এম মজিদুল ইসলাম, অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো: তারিক আদনান, জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদিকা মো: নাজমা বেগম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মো: কামরুজ্জামান কামু, জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিক মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ। 


পরে জেলার বিভিন্ন উপজেলা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মী ও সমর্থকগণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি চৌরাস্তা-পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে র‌্যালির সমাপ্তি হয়। র‌্যালিটি জেলা বিএনপিসহ এর সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।

Không có bình luận nào được tìm thấy