শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের আঠুলিয়া বাজারে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা শনিবার (২৩ আগষ্ট '২৫) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর জালালপুর ইউনিয়নের আমীর ডাঃ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও (সাতক্ষীরা-১) তালা-কলারোয়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ। দলের ইউনিয়ন সেক্রেটারি শাহাবুদ্দীন সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য মওঃ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান প্রমুখ।