close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় স্টাফ বৃত্তি প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় স্টাফ বৃত্তি প্রকল্পের উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় স্টুডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) আয়োজিত একটি বৃত্তি প্রকল্পের মাধ্যমে অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়নে সহায়তা প্রদান করা হয়েছে। এই উদ্যোগটি ২৩ আগস্ট ২০২৫, শনিবার তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ) এর পদ্মা হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সভাপতি এবং সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি (খুলনা অঞ্চল) মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের এবং সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম। এছাড়াও স্টাফ বৃত্তি প্রকল্পের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, মো. কামরুজ্জামান রাসেল এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনে সাত জন অস্বচ্ছল শিক্ষার্থীকে ২০০০ টাকা করে নগদ অর্থ সহায়তা এবং ১০০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা, কলম এবং নগদ ৫০০ টাকা প্রদান করা হয়। এই উদ্যোগটি শিক্ষার্থীদের শিক্ষা ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টাফের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টাফের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধি করবে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরও বাড়িয়ে তুলবে। ভবিষ্যতে এই ধরনের আরো উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে বলে আয়োজকরা মনে করেন।

No comments found