close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সাতক্ষীরায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে শনিবার (১৬ আগস্ট '২৫) সাতক্ষীরা জেলার পুরাতন মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি স্বপন কুমার শীল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি তাঁর বক্তব্যে শ্রীকৃষ্ণের জীবন থেকে মানবধর্ম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার বিশ্বাস। এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামও বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু ও সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জী। তাঁরা এই ধরনের অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে সহায়ক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, অসীম কুমার দাশ সোনা এবং সাংস্কৃতিক সম্পাদক বিকাশ চন্দ্র দাস। যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত কুমার ঘোষ বাপ্পা ও ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাসও তাঁদের বক্তব্যে জন্মাষ্টমীর আদর্শ ও তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বহু হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ।

প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। একই সঙ্গে এটি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

לא נמצאו הערות