close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় অপরাধ নির্মূলে বিট পুলিশিং সমাবেশে জোরালো বার্তা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় বিট পুলিশিং সমাবেশে অপরাধ প্রতিরোধে জোরদার পদক্ষেপ ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় অপরাধ দমনে বিশেষ উদ্যোগ নিয়ে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ঘোষণা করেন যে, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান ও ভূমি দস্যুতার মত অপরাধ নির্মূল করতে হবে। সোমবার, ১১ আগস্ট ২০২৫, বিকেল ৪টায় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, 'আমরা আগের দিনের পুলিশ হতে চাই না। যা আইনসঙ্গত কাজ, তাই হবে। পুলিশ জনতার, মানুষের জন্যই পুলিশ।'

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান যে, যারা সমাজের অপরাধীদের আশ্রয় দেন, তারাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। তিনি বলেন, 'অন্যায় অপরাধ করে সমাজে টিকে থাকা যাবে না। অপরাধের শিকড় উপড়ে ফেলা হবে।' তিনি সাতক্ষীরাকে সন্ত্রাসের জনপদ হিসেবে গড়ে উঠতে না দেওয়ার উপর গুরুত্ব দেন।

এসময় অভিযোগকারীদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করেন পুলিশ সুপার। তিনি বলেন, 'যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, তারা সাবধান হন। খুব দ্রুত আপনাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।' এছাড়া, সাতক্ষীরায় অপমৃত্যু বাড়ছে উল্লেখ করে তিনি অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। নারীদের শিক্ষিত করা এবং নির্যাতন ও সহিংসতা কমানোর জন্য সচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন। তিনি বলেন, 'যে সমাজে অপরাধের প্রতিবাদ হয় না, সে সমাজের উন্নয়ন সহ সব কিছু পিছিয়ে যায়। আপনারা যদি নিজেদের কন্ঠস্বর তুলে ধরেন তাহলে অপরাধীদের স্থান সমাজে থাকবে না।' দেবহাটায় যারা অপরাধ কর্মকান্ড পরিচালনা করেন তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলকে আহ্বান জানান তিনি।

বিট পুলিশিং সমাবেশে আরো বক্তব্য দেন দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা দেবহাটার খলিশাখালি এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এই সমাবেশে জেলার বিভিন্ন স্তরের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা সাতক্ষীরায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য সংহতি প্রকাশ করেন এবং সকলকে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

No comments found