close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু: হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় এ্যম্বুলেন্স দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এ্যম্বুলেন্স দুর্ঘটনায় তাসলিমা সুলতানা ময়না (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যুর ঘটনায়। বৃহস্পতিবার (১৪ আগস্ট '২৫) কালিগঞ্জের পূর্ব মৌতলা গ্রামের রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তি সাতক্ষীরা সিভিল সার্জন ও পুলিশ সুপার বরাবর এই অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, রিয়াজুল ইসলামের পিঠে টিউমার আক্রান্ত ছোট ভাই আরিফুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য নলতা ডায়াবেটিক হাসপাতালের নিয়ন্ত্রনে থাকা একটি এ্যম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-২২২৩) ভাড়া করা হয়। এ জন্য ৪,৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এ্যম্বুলেন্সটি চালাচ্ছিল ভদ্রখালি গ্রামের শওকত আলীর ছেলে নূর ইসলাম বাবু।

বুধবার সকাল ৬টায় রিয়াজুল ইসলাম তার ভাই আরিফুল, ভাইয়ের স্ত্রী তাসলিমা সুলতানা ময়না এবং ভাগ্নে আব্দুস সালামকে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সকাল ৯টার দিকে ডুমুরিয়া থানার নতুন রাস্তার মোড়ের পাশে মোল্লা বাড়ির সামনে এ্যম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি লাইট পোষ্টে ধাক্কা মারে এবং পরে পানিভর্তি খাদে পড়ে যায়। এতে তাসলিমা সুলতানা ময়না ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রিয়াজুল ইসলামসহ তার ভাই ও ভাগ্নেকে উদ্ধার করে ডুমুরিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে এ্যম্বুলেন্স চালক নূর ইসলাম বাবু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রাত ৮টার দিকে তারা তাসলিমার লাশ এবং অসুস্থ আরিফুলকে নিয়ে বাড়িতে ফেরেন। পরদিন সকালে তাসলিমার লাশ দাফন করা হয়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনার দিন এ্যম্বুলেন্স চালাচ্ছিলেন নূর ইসলাম বাবু, যার গাড়ি চালানোর অভিজ্ঞতা মাত্র কয়েক দিনের। এ্যম্বুলেন্সটি ফিটনেসবিহীন ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ। এ কারণে রিয়াজুল ইসলাম নলতা ডায়াবেটিক হাসপাতালের মালিক মিলন হোসেন এবং নূর ইসলাম বাবুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নলতা ডায়াবেটিক হাসপাতালের মালিক মিলন হোসেন এ প্রসঙ্গে বলেন, "নূর ইসলাম বাবু একজন নতুন চালক। তবে খলিলুর রহমানের অনিয়ম এবং দুর্নীতির কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল।" এদিকে, অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বাবু ও মিলন হোসেন অভিযোগকারীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

এই দুর্ঘটনা ও অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

No comments found