সাতক্ষীরায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সচেতনতা বৃদ্ধি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় মানবাধিকার নারী পরিষদ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জেন্ডার সমতা ও মৌলিক অধিকার বিষয়ক আলোচনা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরায় মানবাধিকার ও জবাবদিহিতা সংস্কৃতি উন্নয়নে নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী।

উক্ত ওরিয়েন্টেশনে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানবাধিকার নারী পরিষদের ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন। এই ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল মানবাধিকার, জেন্ডার সমতা, নারীর অধিকার ও মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশদ ধারণা দেওয়ার পাশাপাশি, কীভাবে নিজেদের এলাকাতে সামাজিক উন্নয়নমূলক কাজ করা যায় সে সম্পর্কেও আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা নিজেরা স্ব উদ্যোগে নিজ নিজ এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার মতামত ব্যক্ত করেন। নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল অফিসার মো: শরিফুল ইসলাম এই অনুষ্ঠানের পরিচালনা ও সহযোগিতায় ছিলেন।

এই ওরিয়েন্টেশন সভার আয়োজনের পেছনে ছিল স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতা এবং দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তা। নাগরিকতা প্রকল্পের মাধ্যমে জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি এগিয়ে নিতে নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এই ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি নারীদের ক্ষমতায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে এবং সমাজে সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রস্তুত হচ্ছে। এমন উদ্যোগগুলি দীর্ঘমেয়াদে সমাজের সমতাভিত্তিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

No comments found