close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় যুব দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও যুবঋণের চেক বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট উদযাপিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, সাস সমৃদ্ধি কর্মসূচি ও যুব ফোরামের সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে অন্যতম ছিল পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ।

দিনের শুরুতে উপজেলা যুব উন্নয়ন দপ্তর চত্বর থেকে একটি র‌্যালি বের হয় যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম।

আলোচনা সভা পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন, ছাত্র শিবিরের আশিকুজ্জামান, ছাত্র প্রতিনিধি আবু রায়হান এবং আমাদের টিম মানবিক পরিবারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি। এছাড়াও আত্নকর্মী সুমন হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব ঋণের চেক বিতরণ করা হয়। ১৯ জন যুবকের মাঝে বিভিন্ন ট্রেডে ১৯ লাখ টাকা এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য ৩ জনের মাঝে আরো এক লাখ ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

এ ধরনের উদ্যোগ যুবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদেরকে সমাজের উন্নয়নে আরো বেশি সম্পৃক্ত করবে। যুব দিবসের এই আয়োজন সমাজে একটি ইতিবাচক বার্তা প্রেরণ করেছে এবং স্থানীয় যুবকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরো ব্যাপক আকারে গৃহীত হলে যুব উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

No comments found