close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় যুব দিবস উদযাপনে প্রযুক্তিনির্ভর অগ্রগতির আহ্বান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপনে সাতক্ষীরায় মঙ্গলবার (১২ আগস্ট) এক বিশেষ আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস। শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণপদ পাল যুবকদের প্রযুক্তি নির্ভর হয়ে অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, 'যুবশক্তি দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা ও সহায়তার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান এবং মেজর সজীব হোসেন। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ হারুনুর রশিদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুরনাহার, সেলিনা বেগম, ফারিয়া আলম মিথিলা ও জুবায়ের আহমেদ। তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করেন, যা নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাবে।

সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ও ফেস্টুন উড়িয়ে যুব দিবসের উদ্বোধন করা হয়। চলতি বছর সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের আওতায় ৭৩ লক্ষ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা পর্যায়ের ৯ জন যুবককে ১১ লক্ষ টাকা যুব ঋণের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সুশীলনের প্রজেক্ট অফিসার দেবরঞ্জন বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল ইমরান ইমু, জেলা এনসিপির নেতা শেখ আহছান উল্লাহ, সিএম নাজমুল ইসলাম এবং প্রতিবন্ধী পুর্নবাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের সমগ্র কার্যক্রম পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক। এই আয়োজনের মাধ্যমে যুবকদের মাঝে প্রযুক্তিনির্ভর অগ্রগতির ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

No comments found