সাতক্ষীরায় বিট পুলিশিং সমাবেশে মাদক ও সন্ত্রাস প্রতিরোধের আহ্বান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিট পুলিশিং সমাবেশে মাদক ও সন্ত্রাস প্রতিরোধের আহ্বান জানানো হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সোমবার (১৮ আগস্ট '২৫) বিকেল ৫টায় এক বিশেষ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সমাজের বিভিন্ন অপরাধ যেমন মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান, নারী নির্যাতন, অশ্লীলতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। সাতক্ষীরা সদর থানার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক। তিনি বলেন, "সাতক্ষীরায় কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী ও ভূমিদস্যু থাকতে পারবে না। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।"

সমাবেশের সভাপতিত্ব করেন সদর থানার এসআই তুফান দুলাল মন্ডল। বিশেষ অতিথির মধ্যে ছিলেন সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ, ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান এবং ভূমিদস্যু নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা বলেন, "যে বা যারা এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে সামাজিকভাবে বর্জন করে আইনের আওতায় আনতে হবে।"

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর থানার তদন্ত ওসি, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ১১৫৯) সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক হারুনার রশিদ (১১৫৫), ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ১৯৬৪) সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাজের অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবিলায় বিট পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে এই সমাবেশটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। স্থানীয় প্রশাসন ও সমাজের নেতৃবৃন্দের এমন প্রচেষ্টা সমাজকে আরও সুরক্ষিত ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল লক্ষণীয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে অপরাধমুক্ত করার লক্ষ্যে এমন উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

No comments found