close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় 'আলোক রেখায় সাহসের গল্প' প্রদর্শনীতে শিশুদের চেতনার উদ্ভাস..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় শিশুদের চেতনা ও সাহসিকতার গল্প উঠে আসে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার আয়োজনে 'আলোক রেখায় সাহসের গল্প' শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট '২৫) সকাল ১১টায় সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

আয়োজনটি পরিচালনা করেন শাখা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং ব্যবস্থাপনা করেন শাখা সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ধীমান ফুলকুঁড়ি সালমান রাফিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অগ্রপথিক আব্দুর রহমান জায়েদ, সহকারী পরিচালক, ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শহর শাখা। এছাড়া উপস্থিত ছিলেন শাখার অর্থ ও ফাউন্ডেশন সম্পাদক কাজী সামিউর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবিন আনোয়ার প্রমুখ।

আলোচনায় অতিথিরা বলেন, "একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের চেতনা ও আদর্শের ওপর। শিশুদের চিত্র ও কণ্ঠে সাহসিকতা ও ইতিহাসকে তুলে ধরা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় প্রয়াস।" তারা আরও উল্লেখ করেন যে, শিশুদের মধ্যে সৃজনশীলতা ও চেতনার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়োজকরা জানান, এই প্রদর্শনীতে শিশুদের আঁকা চিত্রগুলোতে তাদের সাহসিকতা, চেতনা এবং ইতিহাসের বিভিন্ন মুহূর্তের প্রদর্শন করা হয়েছে। এ ধরনের প্রদর্শনী শিশুদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক জ্ঞান প্রসারে সহায়ক হিসেবে কাজ করে।

এই আয়োজনটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং শিশুদের মধ্যে সৃজনশীলতার বিকাশে সহায়ক হয়েছে বলে অভিভাবকরাও মতামত প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা পালন করা হবে বলে আয়োজকরা আশাবাদী।

No comments found