close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক হিসেবে শহিদুল ইসলামের সংবর্ধনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলামকে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুল পরিবারের সংবর্ধনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত আহ্বায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলামকে সংবর্ধনা জানিয়েছে ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুল পরিবার। রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

স ম শহিদুল ইসলাম এই বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি এবং সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে সুপরিচিত। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম প্রমুখ। 

বিশিষ্ট অতিথিরা শহিদুল ইসলামের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, শহিদুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ আরও শক্তিশালী হবে এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও কার্যকরী ভূমিকা পালন করবে। 

স ম শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, 'মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য কাজ করতে পারা গর্বের বিষয়। আমি চেষ্টা করবো সকল মুক্তিযোদ্ধাদের কল্যাণে কার্যকরী ভূমিকা রাখতে।' 

এই সংবর্ধনা অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক সংহতির উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

No comments found