শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে। বুধবার (৩০ জুলাই '২৫) পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, সুলতানপুর, কুশখালী এবং ব্যাটালিয়ন সদর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির আভিযানে গোয়ালপাড়া থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সময়ে, তলুইগাছা বিওপির আভিযানে তেতুলবাড়ি থেকে ২০ বোতল এবং কুশখালী বিওপির আভিযানে শ্মশ্বান ঘাট থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অতিরিক্তভাবে, চান্দা আমবাগান থেকে ১ লাখ ২০ হাজার ৪০০ টাকার ভারতীয় ক্রিম, তালসারি থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং মুজুরদারের খাল ও কেরাগাছি মোড় থেকে ২ লাখ ৮১ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করা হয়। ভোমরা বিওপির আভিযানে ঘোষপাড়া থেকে ২১ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং পদ্মশাখরা বিওপির আভিযানে মন্দির রোড থেকে ২৮ হাজার টাকার ভারতীয় বোরকা উদ্ধার করা হয়। আটক পণ্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করায় এই অভিযান পরিচালনা করা হয়। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়ার প্রক্রিয়া চলমান এবং মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করার জন্য মাদকদ্রব্য সংরক্ষণ করা হয়েছে।
স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। বিজিবির এই মহতী উদ্যোগ দেশের রাজস্ব ফাঁকি রোধে এবং স্থানীয় শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, মাদকের নির্মম ছোবল থেকে দেশের তরুণ এবং যুব সম্প্রদায়কে রক্ষা করার জন্য এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।