close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতকানিয়ায় অস্ত্র-গুলি ও ইয়াবাহ ০১ মাদক কারবারি গ্রেফতার..

Monjur Alam avatar   
Monjur Alam
সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।..

মো: মনজুর আলম (মঞ্জু)
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার। আটক মাদক কারবারি মো: জানে আলম (৪০) উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড করাইয়া নগর চাটগা পাড়ার লায়লার বর বাড়ি এলাকার ছালেহ আহমদের ছেলে। গত মঙ্গলবার (৫ আগষ্ট) রাত ১১টার দিকে উপজেলার ১৬নং সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে করাইয়া নগর এলাকার লায়লার বর বাড়িতে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে জানে আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত পুরাতন বিদেশি রিভালবার, একটি পুরাতন কার্তুজ ও একটি কার্তুজের খোসা, বিভিন্ন দেশীয় অস্ত্র, ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সরেজমিনে গিয়ে জানাযায়, গোপণ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া উপজেলা ক্যাম্পের টহল দল, লোহাগাড়া থানা টহল টিম,সাতকানিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়ে উক্ত অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সেনা-ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম, এসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি চৌকস টিম সফল এক যৌথ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে ঐ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জানে-আলম ও তার সহযোগীরা নিয়মিত মাদক বিক্রি করে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকার স্থানীয় কিছু লোককে মাসিক মাসোহারা দিয়ে ম্যানেজ করে জানে-আলম ও তার সহযোগীরা বহুদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তিনি আরও বলেন, সময় হলে সকলের মুখোশ উন্মোচন করা হবে, এলাকার  যুবকও কিশোর'রা দিন-দিন মাদকের ধিকে ঝুঁকছে, যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। চুরি-চিনতাই নিয়মিত বেড়েই চলছে। এ অভিযানের পর জন-সাধারণ ও অভিভাবক'রা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পার্শ্ববর্তী অন্য এক এলাকাবাসী বলেন, তার গ্রেপ্তারের খবর শুনে এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। জানে আলমের দৌরাত্ম্যে অনেকেই আতঙ্কে দিন কাটাতেন।

স্থানীয় বাসিন্দা, সাবেক উপজেলা ছাত্রদল নেতা এম. নেওয়াজ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার মাদক ব্যবসার কারণে পুরো এলাকার অনেক যুবক খারাপ পথে পা বাড়িয়েছে। জানে আলমের অন্যতম সহ-যোগি আরেক মাদক সম্রাট জসিম কে গ্রেফতার করা গেলে করাইয়া নগর এলাকা থেকে মাদক নির্মূল হবে, অপরাধ ও চুরি-চিনতাই কমবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, মাদক ও অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এই ঘটনায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ -দের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

No se encontraron comentarios