চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
সোমবার (১১-আগস্ট) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত দানু মিয়ার ছেলে মো. আমিনুল ইসলাম (হাফেজ) (৫৮) এর বিরুদ্ধে এই অভিযোগ তুলা হয়।
অভিযোগে বাদী পক্ষ লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ার নরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহাজাহান বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি আমার প্রতিপক্ষরা জোরপূর্বক দখলে নিতে চেষ্টা করে। যে জায়গায়টি আমার শ্বশুর মো: আবু জাফরের মারফতে কমল মিয়ার ওয়ারিশ মোস্তাক আহামদ গংদের হতে রেজিস্ট্রার মূলে ৭.৮০ শতক জায়গা আমি ক্রয় করেছি।
গত (১৮ মার্চ) বিবাদীগণরা তাদের দলবল নিয়ে আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক ঐ জায়গায়টি দখলে নিতে চেষ্টা করে। এই নিয়ে আমার পরিববার তৎক্ষনাৎ খবর পেলে আমার শশুর বাদী হয়ে সাতকানিয়া থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন। এই নিয়ে একটি স্থানীয় ভাবে বৈঠকও হয়। বৈঠকে আমার খরিদকৃত জায়গাটি আমাকে বুঝিয়ে দেওয়া হয়। তখন আমি আমার জায়গার উপর ঘেড়া বেড়া দিলে পরের দিন রাতে আমার প্রতিপক্ষরা তা ভাংচুর করে নিয়ে যায়।
এদিকে অভিযুক্ত মো. হাফেজ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানা যায়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ-টি পুরো ভিত্তিহীন। তারা শাহাজাহান এর আগে এই জায়গায়টি ক্রয় করেছে। প্রায় ৫০ বছর আগে এটি ক্রয় করা হয়। সে তার জায়গায় কাজ করেছে। আর শাহাজাহান জায়গাটি ক্রয় করেছে মাত্র ১ বছর হয়েছে।
এই বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম জানান, অভিযোগটি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।