close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাপ্তাহিক চন্দনা'র উদ্যোগে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন..

মোহাম্মাদ ইমরান মোল্যা avatar   
মোহাম্মাদ ইমরান মোল্যা
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী (ফরিদপুর):

ফরিদপুরের বোয়ালমারীতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় পৌরসভার ওয়াপদামোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলা ও স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ। সঞ্চালনা করেন আমার দেশ প্রতিনিধি এস. এম. রুবেল।

 

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, দেশ বার্তা প্রতিনিধি সনত চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মদ ইমরানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

বক্তারা বলেন, একজন সাংবাদিক অপরাধের তথ্য তুলে ধরায় যদি হত্যার শিকার হন, তবে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তুহিন হত্যার দ্রুত বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

তারা আরও বলেন, সময়মতো বিচার না হলে দেশে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রয়োগ ও সাংবাদিক সুরক্ষায় রাষ্ট্রকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

No comments found