close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাপের ছোবলে শিক্ষক দম্পতির একমাত্র কন্যার মর্মান্তিক মৃত্যু..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাপের ছোবলে শিক্ষক দম্পতির একমাত্র কন্যার মর্মান্তিক মৃত্যু

 

এস এম তাজুল হাসান সাদ, উপকূলীয় প্রতিনিধি (সাতক্ষীরা)

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিষধর সাপের ছোবলে অহনা দাশ (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। নিহত অহনা ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নরেন নাথ দাশের একমাত্র কন্যা।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সন্ধ্যায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে চা তৈরি করতে যান অহনা। এ সময় একটি ব্যাঙকে তাড়া করতে গিয়ে রান্নাঘরে প্রবেশ করা বিষধর সাপটি অহনার পায়ে ছোবল মারে। কিছুক্ষণ পর পুনরায় সাপটি আবারও ছোবল দেয়।

 

প্রথমে স্থানীয় এক কবিরাজের শরণাপন্ন হলেও কোনো সুফল মেলেনি। পরে গুরুতর অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা তিনদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে মৃত্যু হয় অহনার।

 

শনিবার দুপুরে উপজেলার পাউখালী সরকারি শ্মশানে সনাতন ধর্মীয় রীতি অনুসারে তার দাহক্রিয়া সম্পন্ন করা হয়। অহনার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বিদায় জানাতে শ্মশানে ভিড় করেন শোকার্ত স্বজন, সহপাঠী ও প্রতিবেশীরা।

No comments found