close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিকদর সাথে সাতক্ষীরার সিভিল সার্জনের মতবিনিময়

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদর হাসপাতালের সার্বিক কর্মকান্ড, প্রশাসনিক কার্যক্রম ও সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর হাসপাতালের সার্বিক কর্মকান্ড, প্রশাসনিক কার্যক্রম ও সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম। 

বৃহস্পতিবার (০৯ অক্টোবর '২৫) সকাল ১০ টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। এসময় তিনি বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কাজ করেছি। হাসপাতালের পরিবেশ, চিকিৎসা সেবা ও রোগী ব্যবস্থাপনায় শৃংখলা ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। কিন্তু কিছু অসাধু চক্র ও দালাল সিন্ডিকেট আমার এই প্রচেষ্টায় বাঁধা দিচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, “সদ্য বদলিকৃত সাবেক আরএমও ডা. ফয়সাল আহমদের নেতৃত্বে হাসপাতালের দালাল চক্র ও কিছু অসাধু ব্যক্তি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার ও হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা নিজেদের অনিয়ম, দুর্নীতি ও দালালি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে অপপ্রচার শুরু করেছে।”

ডা. সালাম আরও বলেন, “সদর হাসপাতালে দালালমুক্ত পরিবেশ তৈরি করতে আমি কঠোর অবস্থান নিয়েছি। রোগীরা যাতে বিনা হয়রানিতে সেবা পায়, সেদিক প্রশাসন সম্পূর্ণ সচেষ্ট। কোন অসাধু ব্যক্তি বা চক্রের দৌরাত্ম্যে বরদাস্ত করা হবে না।”

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ ব্যবস্থা ও রোগীসেবার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডাঃ মাঃ বিয়াদ হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. জি এম নুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা, ডাঃ ডালিয়া আক্তার সাম্মী, ডাঃ পার্থ কুমার দে, ডাঃ মো. সাইফুল আলম, ডাঃ মোঃ আব্দুর রহমান প্রমুখ। 

এসময় সেখানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হাসপাতালের অনিয়ম, দালাল সিন্ডিকেট ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator