প্রতিনিধি: মো. শামীমুল হক (চাতক)
নাগরপুর, টাঙ্গাইল।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, “৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা ভেবেছিলাম দেশ নতুন আঙ্গিকে, নতুনভাবে এগিয়ে যাবে। আমরা স্বাধীনভাবে কাজ করব। কিন্তু না, খুন রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি বরং বেড়েই চলেছে। সাংবাদিকরা একা নন, দেশের সব সাংবাদিক একত্রিত। ৫ আগস্টের সরকার পতনের মূল ভূমিকা পালন করেছেন সাংবাদিকরাই। কিন্তু দুঃখের বিষয়, সাংবাদিকরা সত্য প্রকাশ করলেই একটি মহল বাধা সৃষ্টি করে।” তিনি সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া বলেন, “তুহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কঠোর থেকে আরও কঠোরতর হবে।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন আক্তারুজ্জামান বকুল এবং সঞ্চালনা করেন মো. এরশাদ মিয়া।
বক্তারা সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন “আমরা এর দ্রুত বিচার চাই এবং দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তি হোক এই বর্বরতার একমাত্র জবাব।”