close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে কুলিয়ারচরে মানববন্ধন ..

Ali Sohel avatar   
Ali Sohel
****

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

"সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন চাই, করতে হবে" এ স্লোগানকে সামনে রেখে শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে কুলিয়ারচর প্রেসক্লাবের সামনে কুলিয়ারচর বাজার-জামতলী রাস্তায় সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহন করে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, সাপ্তাহিক জনপদ সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মুছা, দৈনিক মানবজমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, দৈনিক আমাদের সময় ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, তালাশ টিভি প্রতিনিধি মো. মাইন উদ্দিন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. আলী সোহেল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা. শরীফুন নেছা শুভ্রা, দৈনিক পূর্বকণ্ঠ প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক শতাব্দীর কণ্ঠ প্রতিনিধি ফারজানা আক্তার ও দৈনিক কালের সমাজ প্রতিনিধি মো. সবুজ মিয়া প্রমুখ।

এসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।

No comments found