সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন শহিদুল ইসলাম খোকন :দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরের প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তরা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা পূর্ব থানা ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তব্য রাখেন - উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম,, ইত্তফাকের সিটি প্রতিনিধি জাহাঙ্গীর কবির,এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহাম্মেদ নয়ন, ইত্তেফাকের সিটি প্রতিনিধি জাহাঙ্গীর কবির, মাই টিভির প্রতিনিধি শাহজালাল জুয়েল, প্রেসক্লাবের নারী বিষয়ক সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি মাহমুদা আক্তার পূষন, অর্থ সম্পাদক ও জনকন্ঠের প্রতিনিধি ইসমাল হোসেন শামীম, যুগান্তরের প্রতিনিধি এ্যাড. আরিফুল ইসলাম, একুশে টিভির প্রতিনিধি ইমন চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও আমার প্রানের বাংলাদেশের স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু, প্রচার সম্পাদক ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো.ইব্রাহিম হাসান, সদস্য ও খোলা কাগজের প্রতিনিধি মাহফুজুল আলম খোকন, স্টাফ রিপোর্টার শিপার মাহমুদ, বিন্দু মাত্রার প্রকাশক মাসুম বিল্লাহ, কালের কণ্ঠের প্রতিনিধি আল-আমি, বাংলা টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান সবুজ প্রমখ। এসময় দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম খোকনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অন্যান্য সংবাদকর্মী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনিসহ দেশের সকল সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার চাই। সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ হলেও দেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি। তারা আরো বলেন, এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চুপ করে থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে। সকল গণমাধ্যমকর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে হবে। তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, নইলে ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই একটি হত্যা মামলা করেন।

No comments found