মোঃ সবুজ মিয়া, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো-এর সাংবাদিক আনোয়ার হোসেনকে পায়ে ইট দিয়ে থেঁতলে দিয়ে নির্মম নির্যাতনের ঘটনার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গঙ্গাচড়া উপজেলার জিরো পয়েন্টে সকল সাংবাদিক ও সচেতন নাগরিক কতৃক আয়োজিত এ কর্মসূচিতে গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি সাজু আহম্মেদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, উপজেলা জামায়াত আমীর মাওলানা নায়েবুজ্জামান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলনের সম্পাদক ইউনুস আলী, নাগরিক পার্টির সভাপতি রিফাতুজ্জামান চৌধুরী, শিক্ষক নেতা শফিকুল ইসলাম চাঁদ, সাংবাদিক রেজাউল করিম, জাকিরুল ইসলাম মন্টু, সুজন আহমেদ, রফিকুল ইসলাম সাবুল, নির্মল রায়, আব্দুল বারী স্বপন ও সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা এবং আনোয়ার হোসেনের ওপর অমানবিক নির্যাতন দেশের সাংবাদিকদের নিরাপত্তাহীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকির বহিঃপ্রকাশ। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে গঙ্গাচড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।