close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-২৯৩৬ এর আয়োজনে মানববন্ধন

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

দিনাজপুর প্রতিনিধি: খাঁন মোঃ আঃ মজিদ 

 

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেঁতলিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১০ আগস্ট ২০২৫) সকালে দিনাজপুর স্টেশন রোডস্থ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-২৯৩৬ এর কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মইনউদ্দিন হিরু (আমার দেশ), নবনির্বাচিত সভাপতি মোঃ মোফাচ্ছিদুল মাজেদ (বিজয় টিভি), সাধারণ সম্পাদক মোঃ আতিউর রহমান (যুগান্তর), সহসভাপতি কুরবান আলী সোহেল (আমাদের কন্ঠ), সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ (গণজাগরণ), অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক (বাংলাদেশ টু ডে), সদস্য সিকান্দার আলী কাবুল (অবজারভার), আবু কাওছার (ডেইলি মর্নিং গ্লোরি), চন্দন মিত্র (ভোরের চেতনা), মোকাররম হোসেন (বাংলাদেশ সমাচার), ওয়াহেদুর রহমান (আজকের বিজনেস বাংলাদেশ), দয়ারাম সরকার (যুগের আলো), একরামুল হক চঞ্চল (নতুন দিন), খুরশিদ আলম আকাশ (মানুষের কন্ঠ), পরিমল চন্দ্র দাস (দি সাউথ এশিয়ান টাইমস), আরিফুর রহমান (জনবাণী), বেলাল হোসেন (নওরোজ), যাদব চক্রবর্তী (বর্তমান কথা), সুবীর চক্রবর্তী ছোটন (মুক্ত খবর), সাফায়েত হোসেন সজিব (এশিয়ান বাণী), রুবেল সরকার (পত্রালাপ), মিজানুর রহমান ডোফুরা (দিনাজপুরের কন্ঠ), হারুন রশিদ (খবর একদিন) প্রমুখ।

 

বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং আনোয়ারের উপর বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

کوئی تبصرہ نہیں ملا