সালথায় কলেজ অফিস সহকারীর রহস্যজনক লাশ উদ্ধার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আব্দুল আজিজ সালথা ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়ায় শিপন মাতুব্বরের ঘরের খাটের উপর থেকে শাহজাহান মাতুব্বর (অফিস সহকারী) নামের এক কলেজকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সন্ধ্যা ছয়টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।”
নিহত শাহজাহান মাতুব্বর ইউসুফদিয়া গ্রামের মৃত রুহুল আমীনের পুত্র এবং সালথার নবকাম পল্লী কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপন মাতুব্বরের ঘরের খাটের ওপর শাহজাহানের মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। তবে এ মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।