শনিবার (আজ) মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা শেষে এই তথ্য জানান বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই সভায় বিপিএলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।
দুইবারের সাফজয়ী ঋতুপর্ণা চাকমার রাঙামাটির বাড়ি বর্তমানে বাঁশের বেড়া দিয়ে তৈরি একটি সাধারণ ঘর। এ নিয়ে পূর্বে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি তৈরির জন্য জমি পেলেও, আর্থিক অসুবিধার কারণে সেখানে এখনো বাড়ি নির্মাণ সম্ভব হয়নি। গত বছর সামাজিক মাধ্যমে নিজের হতাশার কথা প্রকাশ করেছিলেন তিনি।
এই পরিস্থিতিতে নারী ফুটবলারের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রাঙামাটিতে তার জন্য একটি নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা করেছে। যদিও কাজ শুরুর নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। নারী ফুটবলারের সাফল্যে আগেও সহায়তা করেছে বিসিবি—সাফ জয়ের পর পুরস্কার দেওয়া ছাড়াও বিদেশ সফরের খরচ বহন করেছে তারা।