close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাভারে  ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক 

MD Ridoy shikder avatar   
MD Ridoy shikder
হৃদয় শিকদার: আশুলিয়া 
ঢাকার সাভারে অভিযান চালিয়ে আবু রায়হান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়..

আটককৃত আবু রায়হান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিণ দুয়ারি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার বিকালে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আবু রায়হান নামের এক মাদক কারবারিকে আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

No comments found