close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করলো পরিবেশ অধিদপ্তর....

Saiful Islam Shaon avatar   
Saiful Islam Shaon
সেপ্টেম্বর মাস থেকে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত সকল প্রকার ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম নিষিদ্ধ....

সাইফুল ইসলাম শাওন,সাভার: 

বায়ুদূষণের ভয়াবহতা ও জনস্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব বিবেচনায় নিয়ে সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ (Degraded Air Shed) হিসেবে ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রে গতকাল রবিবার (১৭ আগস্ট) এ ঘোষণা জারি করা হয়।

সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, সাভার উপজেলার পরিবেষ্টিত বায়ুর মান জাতীয় বার্ষিক নির্ধারিত মানের প্রায় তিনগুণ অতিক্রম করেছে। এর ফলে এলাকায় জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

পরিবেশ অধিদপ্তরের জারি করা এক পরিপত্রে বলা হয়, শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণমুখী বায়ুপ্রবাহ সাভারের বায়ুদূষণকে ঢাকার অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে। এতে রাজধানীর বায়ুদূষণের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে এবং ঘনবসতিপূর্ণ ঢাকাবাসীর স্বাস্থ্যের ওপর পড়ছে ভয়াবহ প্রভাব।

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৫ নম্বর বিধির আওতায় ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী, সাভার উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে:

২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত সকল প্রকার ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম।

উন্মুক্তভাবে কঠিন বর্জ্য পোড়ানো।

বায়ুদূষণের ঝুঁকি রয়েছে এমন নতুন শিল্প-কারখানার জন্য অবস্থানগত বা পরিবেশগত ছাড়পত্র প্রদান।

ভবিষ্যতে প্রণীতব্য কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত অন্যান্য দূষণকারী কার্যক্রম।

পরিপত্রে আরও জানানো হয়, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এ আদেশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

 

No comments found