close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাভার স্পেশালাইজড হাসপাতালে ভূল চিকিৎসায় কিশোরের মৃত্যু..

MAHADI HASSAN RIPON avatar   
MAHADI HASSAN RIPON
****

স্টাফ রিপোর্টারঃ সাভারের স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার কারণে ১৩ বছরের এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম রাতুল। সে মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা। টনসিল অপারেশনের জন্য গত ১৮ আগস্ট তাকে সাভারের স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রাতুলকে টনসিল অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দেন এবং সেদিন রাতেই অপারেশন সম্পন্ন হয়। অপারেশন শেষে রাতুলকে যখন কেবিনে আনা হয়, তখন তার নাক দিয়ে রক্ত পড়ছিল এবং অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। তারা বারবার নার্স ও স্টাফদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে আবার রাতুলকে অপারেশন কক্ষে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার জন্য রাতুলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। কিন্তু সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় রাতুলের বাবা জাহিদুর রহমান সাভার মডেল থানায় দুই চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. আসিফ আল হাসান মেহেদী ওরফে অনিক, ডাক্তার শাহানাজ, সাভার স্পেশালাইজড হাসপাতালের কর্তৃপক্ষ শামীম আহম্মেদ, বাবুল ও আসাদ। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।সাভারে অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনুমোদনহীনভাবে চলছে এবং চিকিৎসার নামে অপচিকিৎসা ও প্রতারণা করছে। এই ধরনের ঘটনায় স্থানীয়রা এসব হাসপাতাল বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments found