close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রূপদিয়ার ছেলে জামান ইসলামের কথা, সুর ও কণ্ঠে— আসছে “ও রূপের মাইয়া”..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
****

 

বিনোদন প্রতিবেদক:
সঙ্গীতের ভুবনে নতুন এক সংযোজন আসছে রূপদিয়ার তরুণ শিল্পী জামান ইসলাম এর হাত ধরে। তার কথায়, সুরে এবং কণ্ঠে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে একটি রোমান্টিক গান “ও রূপের মাইয়া”, যা ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

গানটিতে জামানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় প্লেব্যাক কুইন তামান্না হক। মিউজিক কম্পোজিশনে রয়েছেন আল আমিন খান, আর গানের ভিডিও নির্মাণ করেছেন RH তৌফিক।

নিজ এলাকা রূপদিয়ায় জামান ইসলামের গানের প্রতি ভালবাসা দীর্ঘদিনের। এবার তিনি নিজেই লিখেছেন এবং সুর করেছেন এই গান, যাতে তুলে ধরা হয়েছে প্রেম, আবেগ ও হৃদয়ের গভীর অনুভূতি।

গানটি নিয়ে তামান্না হক বলেন—

> “সহজ কথায় দারুণ একটা গান। সুরে আবেগ আছে, ভালো লাগার স্পেস আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

 

‘ও রূপের মাইয়া’ গানটি খুব শীঘ্রই প্রকাশিত হবে এস জামান ইউটিউব চ্যানেলে। এরইমধ্যে গানটির টিজার ও প্রোমো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া পেয়েছে।

প্রেম, সুর, ও হৃদয়ের মেলবন্ধনে তৈরি এই গানটি নিঃসন্দেহে শ্রোতাদের মনে জায়গা করে নেবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

No comments found