সত্যজিৎ দাস:
মৌলভীবাজারে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে শমসেরনগর রোডে স্থানীয় ব্যবসায়ী,সর্বস্তরের ব্যবসায়ী প্রতিনিধি এবং সিএনজি চালকরা এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন,হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও রুবেলের খুনিদের আটক করতে পারেনি। এতে ব্যবসায়ী মহলে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা দ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মো. হেলু মিয়া, বেলাল আহমদ,সাদত হোসেনসহ অনেকে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে শহরের শমসেরনগর রোডে রুবেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এ ঢুকে তাকে নির্মমভাবে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।