close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রৌমারীতে সেতুর দাবিতে মানববন্ধন

Jiten Das avatar   
Jiten Das
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ও চর শৌলমারী ইউনিয়নের মধ্যবর্তী কাজাইকাটা এলাকায় একটি সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।..

শুক্রবার (২৭ জুন) সকাল ১০ টায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কাজাইকাটা, আনন্দ বাজার, খেয়ারচর,মির পাড়া, খরানি,দক্ষিণ নামাজের চর, উত্তর নামাজের চর, চর গেন্দার আলগা, চৌদ্দখরি, খা পাড়া, ভাঙ্গা পাড়া, সাহেবের আলগা অপর দিকে আমবাড়ি, কাউনিয়ারচর, চর কাউনিয়ারচর, ধনতোলা, খোয়ার চর, ছাটকড়াই বাড়ি, দাঁতভাঙ্গাসহ অন্তত ১৯ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। এতে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছেন তাদের। দীর্ঘদিন ধরে সেতুর অভাবে কাজাইকাটা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হলহলিয়া নদীর ওপর স্থানীয়দের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিশু, বৃদ্ধ, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সব শ্রেণি পেশার মানুষ । বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও চরমে ওঠে। সাঁকোটি সরু ও দুর্বল হওয়ায় মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।  এ কারণে সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী রফিকুল ইসলাম জানান, কৃষকরা ফসল উৎপাদন করে তা বাজারে নিতে পারেন না ঠিকভাবে। পণ্য পরিবহন, শিক্ষার্থী চলাচল, রোগী হাসপাতালে নেওয়াসহ সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয়। স্থায়ী ভাবে ব্রিজ নির্মাণে দাবি জানান।
স্থানীয় কৃষক সোনা মিয়া বলেন, আমরা ফসল উৎপাদন করি, কিন্তু বাজারে নিতে গেলে গাড়ি পাওয়া যায় না। রোগী নিলে কখন সাঁকো ভেঙে পড়ে, সেই ভয় থাকে। এত মানুষ, কিন্তু একটা ব্রিজ নেই। আমাদের দাবি একটা ব্রিজ চাই।
গাড়ি চালক সোহেল বলেন, আমরা শ্রমিক গাড়ি চালাই ব্রিজ না থাকায় কৃষকের উৎপাদিত ফসল পারাপার করতে পানি না। আমাদের দাবি একটা ব্রিজ নির্মাণ করা হোক।

মানববন্ধনে বক্তারা দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, স্বাধীনতার এতো বছর পরও আমরা একটি সেতুর জন্য মানববন্ধন করতে হচ্ছে। এটা লজ্জাজনক। আমাদের প্রাণের দাবি ত্বরিত সময়ের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।

Tidak ada komentar yang ditemukan