close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রিপোর্টার: আবির হোসেন সান

Abir Hossain Sun avatar   
Abir Hossain Sun
রাইড শেয়ারে ভয়াবহ ফাঁদ! রাজধানী থেকে তুলে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ, শেষমেশ ফেলে রেখে পালিয়ে যায় চালক..

রাজধানীর ব্যস্ত জীবনে সময় বাঁচাতে রাইড শেয়ার এখন সাধারণ মানুষের প্রতিদিনের ভরসা। কিন্তু এই সুবিধার আড়ালে যখন লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক ফাঁদ, তখন তা হয়ে ওঠে নিছক মৃত্যুকূপ। এমনই এক বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হলেন মিরপুরের কর্মজীবী এক নারী।

গত সপ্তাহে মিরপুর-১২ থেকে শ্যামলীতে যাওয়ার জন্য একটি মোটরসাইকেল রাইড শেয়ার বুক করেন তিনি। চালক কর্তৃক সরবরাহকৃত হেলমেট পরার কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে তিনি নিজের চেতনা হারাতে শুরু করেন। তার চোখে-মুখে আসে শূন্যতা, শরীরে আসে অসাড়তা। শ্যামলীর দিকে না গিয়ে বাইক ছুটে চলে অন্য পথে — কিন্তু তিনি কোনো প্রতিবাদই করতে পারেন না।

গন্তব্য বদলে যায়, ভয়াবহ এক নরকযাত্রা শুরু

ঘন্টার পর ঘন্টা বাইকে চলার পর বাইক থামে নরসিংদীর ঘোড়াশাল এলাকার এক নির্জন কালভার্টের পাশে। সেখানে একজন নারীর সঙ্গে ঘটে যায় সভ্যতাকে লজ্জা দেওয়া জঘন্যতম অপরাধ।
নারীর অচেতন শরীর ও মনকে কাজে লাগিয়ে চালক প্রথমে তাকে ধর্ষণ করে, এরপর ভিডিও ধারণ করে নিজের বিকৃত বক্তব্যসহ। সবশেষে তার কাছে থাকা সব টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে, তাকে ফেলে রেখে পালিয়ে যায় অজানার উদ্দেশে।

চালকের ধারণা ছিল, ভিকটিম হয়তো আর উঠে দাঁড়াতে পারবে না, কেউ জানবে না কিছু — জনারণ্যে হারিয়ে যাবে এই ঘটনা। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় ৯৯৯-এ একটি জরুরি ফোনের মাধ্যমে।

৯৯৯ তৎপরতা ও পুলিশের দুর্ধর্ষ অভিযান

খবর পেয়েই দ্রুত পুলিশ অভিযান শুরু করে। উদ্ধার করা হয় আহত ও মানসিকভাবে ভেঙে পড়া সেই নারীকে। হাসপাতালে ভর্তি করার পরপরই শুরু হয় তদন্ত।

মাত্র ৪৮ ঘন্টার মাথায়, সেই হায়েনাকে আইনের হাতে তুলে দিতে সক্ষম হয় পুলিশ।

সফল অভিযানের নেপথ্যে যাঁরা

নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এর নির্দেশনা ও সহায়তায় অভিযানের গতিপথ ঠিক হয়।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল এর অক্লান্ত প্রচেষ্টায় অভিযুক্তকে চিহ্নিত ও আটক করা সম্ভব হয়। এই সাহসিকতা ও দ্রুত প্রতিক্রিয়া আবারও প্রমাণ করলো — চাইলে পুলিশ পারে।

মহিলাদের জন্য সতর্কবার্তা

এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, প্রতিটি সুবিধার পেছনে lurking করে থাকতে পারে ভয়ঙ্কর বিপদ। বিশেষ করে রাইড শেয়ার ব্যবহারের সময় নারীদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত।
চালকের দেওয়া হেলমেট বা অন্য কিছুতেই অজ্ঞানকারী দ্রব্য থাকতে পারে — সতর্ক না থাকলে আপনি হয়ে উঠতে পারেন পরবর্তী শিকার।সতর্ক থাকুন, সচেতন থাকুন। অপরাধী যতই চালাক হোক, আইনের হাত আরও শক্তিশালী।

মো. আনোয়ার হোসেন শামীম
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।

No se encontraron comentarios