স্প্যানিশ ক্লাবটির হয়ে ইতিহাস গড়া এই ক্রোয়াট কিংবদন্তি অবশেষে পাড়ি জমিয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। আর তার বিদায়ের পরই রিয়ালের বিখ্যাত ১০ নম্বর জার্সির মালিকানা পেলেন এক ফরাসি মহাতারকা—কিলিয়ান এমবাপ্পে।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদের হয়ে ১০ নম্বর জার্সি পরবেন এমবাপ্পে। শুরু থেকেই ক্লাবটির হয়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি। তবে স্বপ্নপূরণে এসেছিল নানা বাধা—চুক্তি জটিলতা, ক্লাবের অনীহা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছুই কম ছিল না। তবুও হাল ছাড়েননি এমবাপ্পে। অবশেষে সবকিছু পেরিয়ে, বহু প্রতীক্ষিত সেই সাদা জার্সিতে নিজেকে হাজির করেছেন তিনি।
রিয়ালে যোগ দেওয়ার আগে এমবাপ্পে টানা সাত বছর খেলেছেন ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির হয়ে। তবে ইউরোপ শ্রেষ্ঠত্বের চূড়ান্ত সাফল্য, অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ ট্রফির দেখা মেলেনি। পিএসজি ছাড়ার আগেও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আসতে হয়েছে তাকে। সেই অতীত পেছনে ফেলে এখন রিয়ালে নিজেকে গড়ছেন ভবিষ্যতের কিংবদন্তি হিসেবে।
তবে এমবাপ্পের রিয়াল যাত্রা শুরুটা একেবারে রঙিন ছিল না। দলগতভাবে যেমন মৌসুমটা ছিল বাজে, ব্যক্তিগতভাবেও চ্যালেঞ্জের কমতি ছিল না। ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হন তিনি, ফলে খেলতেই পারেননি প্রথম দিকের ম্যাচগুলো। সেমিফাইনালে ফিরলেও সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে ৪-০ গোলের বিব্রতকর হারে বিদায় নেয় রিয়াল।
তবুও নতুন মৌসুমে নতুন প্রত্যয়ে ফিরছে দল। কোচ চাবি আলোনসোর অধীনে রিয়াল শিবিরে শুরু হয়েছে পুনর্গঠনের প্রক্রিয়া। নতুন-পুরনোদের নিয়ে দল গড়ার পাশাপাশি জার্সি নম্বরেও এসেছে পরিবর্তন। মদ্রিচের বিদায়ের পর খালি হওয়া ১০ নম্বর জার্সিটি এবার উঠছে এমবাপ্পের কাঁধে—যা তিনি ফ্রান্স জাতীয় দলেও পরেন নিয়মিতভাবে।
ইএসপিএনের তথ্য বলছে, শুরু থেকেই পরিকল্পনা ছিল—মদ্রিচ বিদায় নিলে ১০ নম্বর জার্সি যাবে এমবাপ্পের কাছে। যদি মদ্রিচ আরও এক বছর রিয়ালে থেকে যেতেন, এমবাপ্পে তখন ৯ নম্বর জার্সি পরেই খেলার জন্য প্রস্তুত ছিলেন। তবে ভাগ্যের যাত্রা এবার তার পছন্দের নম্বরেই শুরু হচ্ছে।
রিয়াল ভক্তদের আশা, এই ‘নম্বর টেন’-এর হাত ধরে ফিরবে পুরনো দিনের গৌরব।