অবশেষে সেই সম্পর্কের ইতি টেনে নতুন যাত্রায় নামলেন ক্রোয়েশিয়ার এই কিংবদন্তি মিডফিল্ডার।রোববার ক্লাব বিশ্বকাপের পর্দা নামার পরদিন, সোমবার ৩৯ বছর বয়সে ইতালিয়ান ক্লাব এসি মিলানের সঙ্গে এক বছরের চুক্তিতে যোগ দেন মদরিচ। রিয়াল মাদ্রিদের হয়ে ২৮টি শিরোপা জেতা এই ফুটবলার নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন। এসি মিলানে যোগ দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মদরিচ বলেন, “এখানে এসে আমি অনেক খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।”
চলতি বছরের মে মাসেই মদরিচ ঘোষণা দেন যে, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। এরপর থেকেই গুঞ্জন চলছিল তার পরবর্তী গন্তব্য নিয়ে। অবশেষে ইউরোপের দ্বিতীয় সফলতম ক্লাব এসি মিলানকেই বেছে নিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে রিয়ালের হয়ে মদরিচ ছয়টি ইউরোপীয় কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।
মধ্যমাঠের অবিচ্ছেদ্য অংশ হয়ে রিয়ালের স্বর্ণযুগ গড়েছেন এই ক্রোয়াট তারকা। এবার নতুন ক্লাবে নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে ভূমিকা রাখতে চান তিনি। এসি মিলানের জার্সিতে তার শেষ অধ্যায় কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।