close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাস্তা সংস্কার ও ড্রেন পরিস্কারের দাবিতে বাসদের মানববন্ধন ....

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জ পৌর এলাকার সকল রাস্তা দ্রুত সংস্কার ও ভোররাতে ডাস্টবিন ও ড্রেন পরিস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল....

সিরাজগঞ্জ পৌর এলাকার সকল রাস্তা দ্রুত সংস্কার ও ভোররাতে ডাস্টবিন ও ড্রেন পরিস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে জেলা বাসদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, পৌর এলাকার গোশালা সড়ক, সরকারি কলেজ রোড, বাহির গোলা থেকে কাঠেরপুল সড়ক, সরকারি হাসপাতাল ও স্টেডিয়াম সড়ক, ই.বি রোড, গয়লা, একডালা সহ সব গুরুত্বপূর্ণ সড়ক অবিলম্বে সংস্কার করতে হবে।

একইসাথে নাগরিক ভোগান্তি কমাতে দিনের বেলায় নয়, ভোররাতে ডাস্টবিন ও ড্রেন পরিস্কার করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সদস্য সচিব অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদস্য পলাশ কুমার ঘোষ, তারিকুজ্জামান টরিক, সঞ্জয় কুমার গৌর, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

No comments found