রাষ্ট্রকাঠামো ৩১ দফা প্রচারে চাঁদপুর ২ আসনে
বিএনপি নেতা তানভীর হুদার লিফলেট বিতরণ
শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ঘুরে ঘুরে রাষ্ট্রকাঠামো ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
বিএনপির সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ তারিখে জাতির সামনে “রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা” ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা বিএনপি নেতারা মাঠে নেমে সাধারণ মানুষের হাতে হাতে এ দফাগুলোর বার্তা পৌঁছে দিচ্ছেন।
লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা তানভীর হুদা বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় এটি একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। দেশে আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন, নাগরিক স্বাধীনতা ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। আজ আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি, যেন মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনব্যবস্থায় মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। এই ৩১ দফা হলো আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি সুস্পষ্ট নীলনকশা।
লিফলেট বিতরণ কার্যক্রমে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিরো জাকিরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা জনগণের সঙ্গে কথা বলে ৩১ দফার প্রতিটি বিষয়ের তাৎপর্য ব্যাখ্যা করেন।
ছবি ক্যাপশন :
মতলব দক্ষিণে মতলব দক্ষিন উপাধি উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তানভীর হুদা।