রায়পুরার হত্যাচেষ্টা মামলার চার আসামি গ্রেপ্তার, র‍্যাবের যৌথ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
রায়পুরার হত্যাচেষ্টা মামলার চার আসামি গ্রেপ্তার, র‍্যাবের যৌথ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর রায়পুরা থানার একটি আলোচিত হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১১ জুলাই) সকাল ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় র‍্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী) ও র‍্যাব-৯ (সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া) এর যৌথ আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত প্রধান আসামি নরসিংদী রায়পুরা কালিকাপুর এলাকার মৃত মজুব্বত আলীর ছেলে বাবুল মিয়া (৩৯)। রায়পুরা থানার মামলা নং ৩৯(৩)২০। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিল।

অন্যান্য গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামিরা মৃত মস্তু মিয়ার ছেলে মুখলেছ মিয়া (৪০), মৃত আলী আজমের ছেলে মোঃ নাজির মিয়া (৪৭) ও মৃত সিরাজ মিয়ার ছেলে কামাল হোসেন (৪০)। তিনজনই নরসিংদী রায়পুরা কালিকাপুর একই গ্রামের বাসিন্দা।

এদের বিরুদ্ধে রায়পুরা থানায় দায়ের হওয়া এফআইআর নং ২৮, তারিখ ২১/১২/২০২৪ অনুযায়ী অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে মারপিট, ভাঙচুর, চুরি এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারসহ একাধিক অপরাধে জড়িত। মামলা দায়ের হয়েছে দণ্ডবিধির ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৪২৭/১১৪/৫০৬ এবং বিস্ফোরক দ্রব্য আইন ৩/৬ এর আওতায়।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে সফলভাবে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই চাঞ্চল্যকর মামলার মূল আসামির গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের অভিমত।

No comments found